গ্রীষ্মকালে যা যা ফল পাওয়া যায়

গ্রীষ্মাকালের ফল অনেক উপকারি । গ্রীষ্মকালে অনেক রকমের রসালো ফল পাওয়া যায় । বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল ।
গ্রীষ্মকালে অনেক প্রকারের ফল পাওয়া যায়। যেমন :
  •  আম
  • জাম
  • কাঁঠাল 
  • বেল 
  • তরমুজ 
 ইত্যাদি ফল পাওয়া যায় ।

আম ফলে যেসব উপকারীতা?

স্বাদ, পুষ্টি ও গন্ধে ও অতুলনীয় । আম ফল একটি রসালো ফল । এই ফলটি প্রায় সকল রাষ্ট্রে পাওয়া যায়। চাঁপাইনবাবগজ্ঞে , রাজশাহী, দিনাজপুর ইত্যাদি জেলায় বিখ্যাত । তার মধ্যে চাঁপাইনবাবগজ্ঞের আম সবচায়তে রসালো ।

কাঁঠাল
কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এ ফল বাংলাদেশের প্রায় প্রতিটা অঞ্চলে পাওয়া যায় এ ফল সব ফলের চাইতে বড়। কাঁঠাল প্রধানত খাগড়াছড়ি রাঙ্গামাটি ময়মনসিংহ চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বেশি পাওয়া যায়। কাঁঠাল পাকাও খাওয়া যায় এবং রান্না করেও তরকারিতে খাওয়া যায়। কাঁঠালের রয়েছে প্রচুর পরিমাণে ভেষজগুণ। আকার ভেদে কাঁঠালের দাম ৭০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত হয়।

তরমুজ
সকল ফলের চেয়ে তরমুজের গুণ অপরিসীম। তরমুজ খেলে শরীরের অনেক প্রকারের রোগ থেকে মুক্ত পাওয়া যায়। তরমুজ প্রচুর গরমে ক্রান্তি দূর করে। তরমুজের দাম আকার ভেদে কেনাবেচা হয়।

বেল
বেল একটি উপকারী ফল। এ ফল সারা বছরই পাওয়া যায়। কোন মাসে বেশি কোন মাসে কম কিন্তু সারা বছরই পাওয়া যায়। এ ফল শরবত করে খেলে শরীরের ছোট বড় বিভিন্ন রোগ থেকে মুক্ত পাওয়া যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ