মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে

মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে

মৌমাছিরা নিজের খাদ্য হিসেবে ফুলের মধুগ্রন্থি থেকে মধু সংগ্রহ করে এক প্রকার মিষ্টির তরল পদার্থ যাকে বলা হয় নেক্টার বা মধুর রস। মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে।মৌচাকের এক দেড় কিলোমিটারে কাছাকাছি যদি ফুল না পাই তাহলে মৌমাছিরা ৮ থেকে ৯ কিলোমিটারও বেশি দূরে যেতে পারে মধু সংগ্রহ করার জন্য।

কর্মী মৌমাছিরা ফুলে গিয়ে টিউবের মতো হুল দিয়ে ফুলের মধু শোষণ করে মৌমাছি দুটি পাকস্থলীর মধ্যে একটিতে অর্থাৎ মধু পাকস্থলীতে জমা হয়ে এর রস বধু পাকস্থলের ধারণক্ষমতা প্রায় 80 কিলোগ্রাম পূর্ণ হলে তা মৌমাছির সমান ওজনের হয় ।মৌমাছিকে প্রায় 100 থেকে ১৬০০ পর্যন্ত ফুলে ভ্রমণ করতে হয়।

মৌমাছি কেন মধু সংগ্রহ করে?

মৌমাছিরা মধু সংগ্রহ করে তার ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য। মধুটা সবসময় গরম থাকে তা আর সেটা মৌচাকে রেখে তার ডিম পেরে সেটার মুখ আটকে দেয়।যাতে করে তার বাচ্চারা ডিম থেকে ওঠার পর খেতে পারে । যাতে করে মৌমাছির বাচ্চারা মধু খেয়ে খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে।এভাবেই মৌমাছিদের বংশবিস্তার করে।

কোন মৌমাছি মধু সংগ্রহ করে?

সাধারণত কর্মী মৌমাছিরা মাঠে গিয়ে ফুলের মধু গ্রন্থি থেকে মধু সংগ্রহ করে। সাধারণত কর্মী মৌমাছিরা বেশি মধু সংগ্রহ করে। কবি মৌমাছি তাদের সংগৃহীত ফুলের মধু মৌচাকে থাকা মৌমাছির মুখে দিয়ে দেই। এভাবেই তারা মিলেমিশেমধু সংগ্রহ করে।


মৌমাছি কত দিনে মধু সংগ্রহ করে?

কর্মী মৌমাছি মধু উৎপাদন করার জন্য প্রায় ২০ লাখ ফুল থেকে মধু সংগ্রহ করতে তাদের ১৫ থেকে ২০ দিন সময় লাগে। কর্মী মৌমাছিরা অনেক পরিশ্রম করার পর মধু সংগ্রহ করে। ফুল-ফল এবং শাকসবজি উপর থেকে ৭০ ভাগই মধু উৎপন্ন করে । আর তাদের সংগ্রহ করা মধু মানুষ তাদের কাছ থেকে কেরে বাজারজাত করে এবং তাদের চাহিদা পূরণ করে। আর এই মধু বাজারে প্রচুর টাকার বিক্রি করে।
studeent name Roll namber phone namber
Sohel 354555 0179999999999
Raju 345654 017445556554
Fariha 765 01799999999
Azim 6545 0170015263

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ